৭০ লাখ শিক্ষার্থীর তথ্য ফাঁস

১১ জুলাই, ২০১৯ ০০:১০  
অনলাইন এডুকেশন প্লাটফর্ম কে১২ ডটকম অসতর্কভাবে প্রায় ৭০ লাখ শিক্ষার্থীর তথ্য ফাঁস করেছে। নিরাপত্তা বিশ্লেষণী প্রতিষ্ঠান কমপ্যারিটেকের সূত্র মতে, প্রায় এক সপ্তাহ ধরে অনলাইনে এসব শিক্ষার্থীর ডাটাবেজ উন্মুক্ত ছিলো। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশিত ডাটাবেজে শিক্ষার্থীর পূর্ণাঙ্গ নাম, ইমেইল অ্যাড্রেস, জন্ম তারিখ, লিঙ্গ এমনকি শিক্ষার্থী কোন স্কুলে পড়ে, তাদের অ্যাকাউন্টে লগইন করার অথেনটিকেশন কী এবং অন্যান্য অভ্যন্তরীণ তথ্য রয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে অরক্ষিত এই ডাটাবেজ কোনো হ্যাকার কিংবা দুষ্কৃতকারীর হাতে পড়েছে কীনা সেটি পরিস্কার নয়। ২৩ জুন সর্বপ্রথম বিষয়টি ঘটে। তবে ২৫ জুন বিষয়টি ধরা পড়ে এবং ১ জুলাই পর্যন্ত সেটি সমাধান করা হয়নি। ঠিকভাবে কনফিগার না হওয়া এই ডাটাবেহ বাইনারিএজ এবং সোডান নামের দুই সার্চ ইঞ্জিনে পাওয়া যাচ্ছিলো। এই দুটি সার্চ ইঞ্জিন পাবলিক-ফেসিং ডাটাবেজ ইনডেস্কে পারদর্শী। ডিবিটেক/বিএমটি